কেরানীগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আলীনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), আশুলিয়ার শিমুলিয়ার গণেশ সরকারের ছেলে সিএনজির যাত্রী স্বপন (৩৫) ও মোটরসাইকেল আরোহী কলাতিয়া ইউনিয়নের বেল্লা গ্রামের রুস্তম খানের ছেলে আসলাম খান (৫০)। বাকি নিহত একজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- মনির হোসেন (৪০) ও কবির হোসেনসহ (২৮) তিনজন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর চার রাস্তার মোড়ে দুর্ঘটনায় সাতজন আহত হন।
এদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়। অন্য আহতরা সেখানেই চিকিৎসাধীন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা এমদাদুল হক মনি জানান, হাসপাতালে আসার আগেই তিনজনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা