অনলাইন ডেস্ক
ব্যাপারটা যে এমন না তা অবশ্য রোনালদো নাজারিওর চেয়ে ভালো জানেন খুব কম সংখ্যক খেলোয়াড়। কারণ রিয়াল মাদ্রিদের গ্যালাকটিকোস আমলে জিদান, ফিগো, বেকহাম, রাউল, ক্যাসিয়াস, রবার্তো কার্লোস, গুতিদের সাথে নিয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ খেলেও রোনালদো জিততে পারেননি একটিও। তাই তো ‘দ্য ফেনোমেনন’ বললেন, মেসির মতো খেলোয়াড় থাকাই শেষ কথা নয়। পাড়ি দিতে হবে এখনও অনেকটা পথ। সম্পন্ন করার বাকি অনেক কাজ।
কিছুদিন আগেই মেসির স্বদেশী সাবেক প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েমে বলেছিলেন, এবারও যদি পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারে তো আগামী একশো বছরেও পারবে না।
অনেকটা যেন রিকুয়েমের প্রত্যুত্তরেই একটি সাক্ষাৎকারে ইতিহাসের অন্যতম সেরা নাম্বার নাইন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো চ্যাম্পিয়নস লিগ প্রসঙ্গে বলেন, চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে সেটা এখনই বলাটা বেশি তাড়াহুড়া হয়ে যায়। পিএসজি হয়তো অন্যদের চেয়ে এগিয়ে আছে। তবে মাঠের খেলা সব সময়ই ভিন্ন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা