অনলাইন ডেস্ক
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বোরাক ইউনিক হাইটসে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)।
প্রথম দিনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, সরকারের প্রতিটি টাকা ব্যয়ে স্বচ্ছতা থাকতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল করতে ই-জিপি সিস্টেমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রয়ের ক্ষেত্রে গতানুগতিক প্রক্রিয়া থেকে বের হয়ে এসে ই-জিপি সিস্টেমকে ব্যবহার করে সততার সঙ্গে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্রয় প্রক্রিয়া নিয়ে অনেককিছু ঘটে থাকে। প্রশাসনের ওপর চাপ থাকে। দ্বন্দ্ব, হানাহানি পর্যন্ত ঘটে। ই-জিপি সিস্টেম এসব থেকে মুক্তি দিবে। তবে এটাও মনে রাখতে হবে ম্যান বিহাইন্ড দি মেশিন। মানবিক মূল্যবোধ জাগ্রত না থাকলে সবকিছুই অর্থহীন হয়ে যায়।
এসময় বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের ডিজিটাল ক্রয় ব্যবস্থার সাথে পরিচিত করবে, যা প্রকিউরমেন্ট কার্যক্রমকে আরও দক্ষ ও সময়োপযোগী করবে। ই-জিপি সিস্টেম ক্রয় ব্যবস্থায় সময় ও খরচ সাশ্রয় করবে। একই সাথে ই-জিপি সিস্টেমের মাধ্যমে ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক নুরুন নাহার খানম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-জিপি সিস্টেম ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, যা তাদের দাপ্তরিক কাজকে আরও সহজ ও কার্যকর করবে। এই প্রশিক্ষণ অটোমেশন ও পেপারলেস কার্যক্রমকে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ই-জিপি সিস্টেম ব্যবহার, নীতিমালা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও কার্যকর, দ্রুততর ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াবে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং ক্রয় প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী। অনুষ্ঠানে বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা