অনলাইন ডেস্ক
শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমি সকল দূতাবাসকে আশ্বস্ত করছি- দেশে কূটনৈতিকদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই, বিএনপি বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে উসকানি দিচ্ছে।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, আন্দোলনে খেলা হবে, নির্বাচনেও খেলা হবে। ফাইনালে খেলা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আমরা এবার স্মার্ট বাংলাদেশ গড়বো।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপি পরাজিত হয়েছে। পরাজয় মেনে নেয়ার এই ধারাবাহিকতায় আগামী নির্বাচনেও পরাজিত হবে। আমাদের শপথ হচ্ছে পাকিস্তানের দোসর, চর বিএনপি-জামায়াত অপশক্তির কবর রচিত করতে হবে। তাদেরকে নির্মূল করার পাশাপাশি আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব।
দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সন্ত্রাসী শক্তি। এই অশুভ শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে প্রতিহত করে বাংলাদেশকে উন্নত, মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবো।
বিজয় শোভাযাত্রা পূর্ব সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, মারুফা আক্তার পপি, আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।
এর আগে বেলা ১টা থেকেই ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শোভাযাত্রাস্থলে উপস্থিত হতে দেখা যায়। বিকাল পৌনে চারটায় শুরু হয় শোভাযাত্রা।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এ কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা