অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর ইন্তেকালে বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনায় বৃহস্পতিবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আমিরের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’
৯১ বছর বয়সী আমির শেখ সাবাহ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় বলেন, ‘বাংলাদেশের জনগণ ও আমি কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর সংবাদ জানতে পেরে গভীরভাবে শোকাহত হয়েছি।’
কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘কুয়েতের প্রয়াত আমিরের চমৎকার আলোচনার দক্ষতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতার কারণে জাতির পিতা একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশেষত মুসলিম উম্মাহর কাছ থেকে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘কুয়েতের আমির শেখ সাবাহর নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল গঠন করা হয়। ’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা