অনলাইন ডেস্ক
নিহতের নাম সুভাষ চন্দ্র সূত্রধর (৩২)। তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার বড় নারায়নপুর গ্রামে। তিনি মৃত সুবীর চন্দ্র সূত্রধরের ছেলে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, আমরা আজ ভোরে খবর পেয়ে ফ্লাইওভারে গিয়ে দেখি গলায় গামছা পেছানো রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে এক ব্যক্তি। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই বলেন, সুভাষ চন্দ্র সূত্রধরের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর জানা যায় তিনি দুবাই থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন।
তিনি জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিহতের ভাইরা কৃষ্ণ বাবু জানান, প্রায় পাঁচ বছর ধরে সুভাষ চন্দ্র সূত্রধর দুবাই থাকেন। গত বছরের ছুটিতে বাংলাদেশ আসেন। ওই বছরেই তিনি বিয়ে করেন। তার ছুটি শেষ হওয়ায় বুধবার (৫ মে) রাতে বগুড়ার শিবগঞ্জ থেকে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তার কাছে নগদ ৬০ হাজার টাকা ছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা