মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর বাগানপাড়া গ্রামের আসাদুল হিড়র দুই ছেলে মো. মান্নান ওরফে মায়া (২৫) ও আনিছুর রহমান (২২) এবং সামাদ আলীর ছেলে আব্দুস সালাম (২৪)।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার কুষ্টিয়া মেহেরপুর সড়কের তাঁতিবন্দ এলাকা থেকে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই বাবলুর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ১ জানুয়ারি পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
NB:This post is copied from bangla.bdnews24.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা