অনলাইন ডেস্ক
সোমবার (২১ নভেম্বর) সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলার জিকে ক্যানেলের শাখা ক্যানেলের পাড় থেকে এ মরদেহটি উদ্ধার করে।
নিহত আবু তৈয়বের বাড়ী চট্টগ্রামের বাশখালী এলাকায়। তিনি দীর্ঘ দিন ধরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী এলাকায় ফুলের নার্সারীতে কাজ করতেন ও ফুলের ব্যবসা করতেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, সকালে মাঠের কৃষকরা ক্যানেল পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভোরে বা রাতের কোন এক সময় তার মাথায় কিছু দিয়ে আঘাত করে গলা কেটে হত্যা করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কারা বা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত ঐ ব্যক্তি দীর্ঘ দিন ধরে ফুলের ব্যবসার সাথে জড়িত ছিল।
মিরপুর জিয়া রোডের কাছে কয়েকটি নার্সারি রয়েছে। সেখানে হয়তো তার নিয়মিত যাতায়াত থাকতে পারে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা