কুমিল্লা সীমান্তে থার্মাল স্ক্যানার দিয়ে রোগীদের জ্বর পরীক্ষা করছেন চিকিৎসক ডা. আয়শা আক্তার। ছবি : মনোয়ার হোসেন।
মোঃ মানোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে আসা যাওয়া করা যাত্রীদের ম্যানুয়াল থার্মালস্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরের ইমিগ্রেশন অফিসের সামনে একজন চিকিৎসক এবং এক উপ-সহকারি মেডিক্যাল অফিসার দিনব্যাপী এ পরীক্ষা করছেন। দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
বিবির বাজার স্থল বন্দরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভারত সফর করে অনেক যাত্রী কুমিল্লার বিবির বাজার (কটক বাজার) সীমান্ত দিয়ে আসছেন। তাদের অনেকের মুখে মাস্ক লাগানো আবার কারো কারো মুখে নেই। ভারতের নিশ্চিন্তপুর দিয়ে বিবির বাজার আসার পর বিবির বাজার স্থল বন্দরের ইমিগ্রেশন অফিসের সামনে একটি টেবিলে বসিয়ে একজন চিকিৎসক ও একজন উপ সহকারি মেডিক্যাল অফিসার যাত্রীদের ম্যানুয়াল থার্মালস্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করছেন। কোন যাত্রী ইমিগ্রেশন অফিসের কাছে এলেই জিজ্ঞাসা করছেন তিনি ভারতের কোথা থেকে আসছেন। তারপর তার কপালে ম্যানুয়াল থার্মালস্ক্যানার ধরে তাপমাত্রা পরীক্ষা করছেন। বেশিরভাগ যাত্রীরই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে পাওয়া যায়। তারপরও চিকিৎসকরা ১৪ দিনের মধ্যে কোন উপসর্গ দেখা দেয় কিনা তা সম্পর্কে সচেতন থাকতে এবং উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসকের সরনাপ্ন হতে পরামর্শ প্রদান করেন।
উপ সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার আয়েশা আক্তার জানান, ম্যানুয়াল থার্মালস্ক্যানার আমরা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করি। স্ক্যানারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে আমরা যাত্রীদের অন্যান্য উপসর্গ আছে কিনা তা মিলিয়ে দেখি। এটাও দেখি তিনি করোনা আক্রান্ত এলাকা থেকে এসেছেন কিনা। যদি তাপমাত্রা ৩৮ এর বেশি হয় তাহলে দায়িত্বরত চিকিৎসক আরো পরীক্ষা নিরীক্ষা করেন।
কুমিল্লা সদর উপজেলার মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ জাহিদুর রহমান জানান, তারা ভারত থেকে আসা সব যাত্রীদের করোনার লক্ষণ পরীক্ষা করে দেখেন। এখন পর্যন্ত এমন কোন রোগী পাওয়া যায়নি যাদের শরীরে করোনার লক্ষণ আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা