অনলাইন ডেস্ক
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক, করোনা ভাইরাস প্রতিরোধ সক্রান্ত জেলা কমিটির সভাপতি মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান সহ সংশ্লিষ্টরা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ৩ টায় এ গণবিজ্ঞপ্তি জারি করে।
এ আদেশের মধ্যে দিয়ে কুমিল্লা জেলা থেকে অন্য জেলায় গমন ও অন্য জেলা থেকে কুমিল্লায় কেউ প্রবেশ করতে পারবে না । উপজেলা গুলোতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সকল প্রকার গনপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা ঘোষণা করা হয়েছে ।
তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়ক দিয়ে কুমিল্লার উপর দিয়ে যানবাহন যাতায়াত করতে পারবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শুক্রবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) কুমিল্লায় দুই শিশুসহ তিন করোনার রোগী শনাক্ত হওয়ায় জেলা প্রশাসন এ সিদ্বান্ত গ্রহন করেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা