কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া হসপিটাল ও ঝাউতলায় অবস্থিত এপসম হসপিটাল লকডাউন করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ও সেনাবাহিনী এ দুটি হসপিটাল লকডাউন করে।জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের বাগুড় এলাকার এক যুবক করোনা উপসর্গ নিয়ে নগরীর ঝাউতলার এপসম হসপিটালে এসে এক্সরে পরীক্ষা করে।
পরবর্তীতে বাদুরতলার ভিক্টোরিয়া হসপিটালে এসে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এখবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আরা ও কুমিল্লা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ গিয়ে এ দুটি হাসপাতাল লকডাউন করেন।
আরোও পড়তে পারেন : জনপ্রিয় হচ্ছে অন্য ফসলের সাথে আখের চাষ