মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীরর পাচথুবী ইউপির গোমতী নদীর তীর চানপুর -গোয়ামবাগিচা এলাকার মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার ছেলে জনি(২৩) রবিবারে ভোরে মাদকের টাকার ভাগভাটোয়ারা নিয়ে খুন হন বলে জানা যায়।
রবিবার ভোরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় উদ্বার করে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার ভোরে জনির বাসার সামনে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে সোহেল, রাজিব, রফিক, হ্নদয় ও সাগর ছুরিকাঘাতে আহত করে, তার চিৎকারে স্থানীয় কলেজ শিক্ষক এগিয়ে আসলে আহত জনি তাকে বাচানোর আকুতি জানায় এবং তাকে একই এলাকার লোকমানের ছেলে সাগর,ইদুর ছেলে রফিক,হাসানের ছেলে হ্নদয় ও রাজীব আঘাত করে বলে জানায়।
পরে ৯৯৯ এ ফোন দিলে কোতয়ালী মডেল থানা পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠালে পথেই তার মৃত্যু হয়। লাস পোস্টমর্টেম এর জন্য কুমেকে পাঠানো হয়। জনির মৃত্যুর খবরে উত্তেজিত জনতা হ্নদয়ের বসতবাড়ি ভাংচুর করে।
পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, সেখান থেকে খুনের সাথে সরাসরি জরিত রাজীব কে আটক করে এবং জনরোশ থেকে বাচাতে হ্নদয়ের পিতা হাসানকে পুলিশ হেফাজতে নেয়া হয় ও সন্দেহজনক ইয়াছিন সহ ৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) আরিফ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে জনিকে আহত অবস্থায় উদ্ধার করি, চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা গেলে উত্তেজিত জনতা খুনির বাড়িঘরে হামলা করলে আমরা পরিস্থিতি সামল দেই এবং খুনের সাথে সরাসরি জরিত রাজীব কে আটক করি এবং পরিস্থিতি সামাল দিতে হ্নদয়ের পিতাকে আমাদের হেফাজতে নেই। পরিবার মামলা দায়েরর পর পরবর্তী আইনী কার্যক্রম গ্রহন করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা