কুমিল্লা প্রতিনিধি
সরেজমিনে দেখা যায়, গাউন ২০০-৪০০, কাপড়ের মাস্ক ২০, সার্জিকেল মাস্ক ৩০, এন ৯৫ মাস্ক ৩০-৫০, হ্যান্ড গ্লাভস পলিথিন ১০ টাকা, হ্যান্ড গ্লাভস প্লাস্টিক ৩০-৮০, গগলস ১৫০-২৮০, হ্যান্ড স্যানিটাইজার ১০০ গ্রাম ১৩০ টাকা, ফেস শিল্ড ১০০-১২০, নিরাপত্তা সরঞ্জাম সেট ৬০০-৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
কান্দিরপাড় পূবালী চত্বর থেকে লিবার্টি মোড় পর্যন্ত রয়েছেন ১৫ জন বিক্রেতা। এছাড়া রাজগঞ্জ, পদুয়ার বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী বিক্রেতাদের দেখা গেছে। শহরতলী দিশাবন্দ-রাজাপাড়া এলাকার চা ও মুদি দোকানে মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিক্রি করতে দেখা গেছে। কুমিল্লার বিভিন্ন উপজেলা ও গ্রামেও একই চিত্র।
কান্দিরপাড়ের ব্যবসায়ী মো. ফরিদ জানান, ফোন করলে ঢাকা থেকে মাল পাঠায়। বিভিন্ন গার্মেন্টসে চায়না টিস্যু কাপড়ে গাউন তৈরি হয়। আমাদের থেকে নিয়ে অনেক খুচরা বিক্রেতারা নিয়ে যায়। দিনে তিন-চার হাজার টাকা বিক্রি হয়।
বাদুরতলাস্থ প্রেসক্রিপশন পয়েন্টের একজন বিক্রেতা জানান, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এসে দিয়ে যায়। আমরা গাউন ৪০০-৫০০ টাকায় বিক্রি করি। ডাক্তার, নার্স ও সাধারণ মানুষ সবাই ক্রয় করে।
মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমতিয়াজ বলেন, এন ৯৫ মাস্কের ফিল্টারিং ভালো না, শুধু দেখানোর জন্য দেওয়া হয়েছে। কিছু মাস্ক আছে বাজারের ব্যাগ, কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। বাজারে কম দামে এন ৯৫ মাস্ক বলে চালানো হচ্ছে। প্রকৃত এন ৯৫ মাস্কের দাম আরো অনেক বেশি।
এ বিষয়ে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কুমিল্লার সভাপতি রমিজুল হক ভূইয়া জানান, কিছু ঔষধ কোম্পানি চিকিৎসক ও কর্মীদের পিপিই বিনামূল্যে সরবরাহ করেছে। বিক্রির জন্য ফার্মেসিতে দেয়নি। তবে নামে-বেনামে সার্জিক্যাল মালামাল বিক্রেতা প্রতিষ্ঠান এসব তৈরি করে থাকে। যা খুবই নিম্নমানের।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের কুমিল্লার সাধারণ সম্পাদক মো.আল মামুন বলেন, যারা সরাসরি করোনা রোগীর সেবায় জড়িত পিপিই শুধু তাদের জন্য। সাধারণ মানুষ পিপিই পরে রাস্তায় রাস্তায় হেঁটে কোন লাভ নেই। কারণ এটা সাধারণ মানুষের জন্য নয়। আর এটার খোলা মার্কেটে পিপিইর নামে যা বিক্রি হচ্ছে, আসলে তা পিপিই কিনা সন্দেহ রয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান জানান, ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট যারা করোনা রোগী নিয়ে কাজ করেন পিপিই শুধু তাদের জন্য। সকল মানুষের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করা জরুরি। পিপিই একবার ব্যবহারের পর পুড়িয়ে ফেলতে হবে। সাধারণ মানুষ একই পিপিই প্রতিদিন ব্যবহার করছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা