মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার ( ২২ ফে্ব্রুয়ারি) মুরাদনগর উপজেলার পান্নারপুল-বাখরাবাদ সড়কের শুশুন্ডা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এরপর মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও টাটা পিকাপসহ ৪ জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে।
আটক ডাকাত দলের সদস্যরা উপজেলার আমিননগর গ্রামের সুবেদ আলীর ছেলে বাদশা মিয়া (২৮), পার্শবর্তী চান্দিনা উপজেলার কুটুমপুর গ্রামের আঃ মালেকের ছেলে ইউসুফ মিয়া (৪০), হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের ইদ্রিস মিয়া ছেলে আল আমিন (২১) ও একই গ্রামের সাগর বাদশার ছেলে রিপন মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে মুরাদনগর থানার এসআই আব্দুল গোফরান ও এসআই মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের নেয়ামতপুর এলাকায় ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ৪ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হলেও ৩/৪জন সদস্য পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি বড় কাটার প্লাস ৫টি ছোট বড় ছুরিসহ ১টি ঢাকা মেট্ট: ২১-০০৩৮ নাম্বারের টাটা পিকাপ উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত ডাকাত সদস্যদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা