মোঃ মানোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ করোনাভাইরাসের আগাম প্রস্তুতি হিসেবে কুমিল্লার ৫৬ লাখ মানুষের জন্য জেলায় ১০০ শয্যার আইসোলেশনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত রোগীদের সেবা দিতে ১৯ টি টিম গঠন করা হয়েছে।
প্রতিটি টিমে ১জন সিনিয়র ডাক্তার (মেডিসিন), ১জন জুনিয়র ডাক্তার (মেডিসিন), ২জন নার্স, ১জন আয়া, ১জন ক্লিনার রয়েছে।
এ বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। কুমিল্লা সীমান্তবর্তী জেলা হওয়ায় এটিও ঝুঁকিতে রয়েছে। এছাড়াও এ জেলার ১১ শতাংশ মানুষ প্রবাসী হওয়ায় ঝুঁকি আরো বেশী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যা, কুমিল্লা জেনারেল হাসপাতালে ১০ শয্যা, কুমিল্লার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ শয্যা করে আইসোলেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রবিবার দেশে করোনা রোগী শনাক্তের পর স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার নির্দেশনা পাওয়া গেছে। সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন তারা।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাস আক্রান্ত কোন রোগীর তথ্য আমাদের জানা নেই। একজন ব্যক্তির মধ্যে এ ভাইরাসের লক্ষণ দেখা গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। তিনি প্রবাসে ছিলেন। মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা করছে। যদি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন তবে তাকে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে। স্বাস্থ্য বিভাগ থেকে জেলায় ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করার নির্দেশনা পাওয়া গেছে তাই আমরা ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করেছি।
এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমরা প্রচারপত্র বিতরণ করেছি। জেলার সকল স্বাস্থ্য কেন্দ্রে নির্দেশিকা প্রেরণ করা হয়েছে। বিশেষ মেডিকেল টিম রয়েছে। যদি কোন ব্যক্তির মাঝে এ রোগের কোন লক্ষণ দেখা যায়, আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য পৃথক ভাবে এ হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ২০ শয্যা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি। কোন রোগীর তথ্য আমাদের কাছে নেই। রোগের বিস্তার ও আক্রান্ত রোগীর চাপ অনুযায়ী শয্যা বাড়ানো হবে। এ ক্ষেত্রে তিনি রোগটির সংক্রমণ এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে সাধারণের প্রতি অনুরোধ করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা