কুমিল্লা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া থানায় আক্রান্ত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য। সুস্থ হয়েছেন একজন। বরুড়া থানায় তিন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন এক জন। লাকসাম থানায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন সবাই সুস্থ আছেন।
মনোহরগঞ্জে আক্রান্ত আছেন দুইজন পুলিশ সদস্য। নাঙ্গলকোট থানায় ১৪ জন আক্রান্ত। তার মধ্যে সবাই চিকিৎসাধীন রয়েছেন। দাউদকান্দিতে ১৩ জন আক্রান্ত। হোমনা থানায় একজন। মেঘনায় দুইজন আক্রান্ত। একজন সুস্থ হয়েছেন। তিতাসে ৫ জন করোনায় আক্রান্ত। তারা চিকিৎসাধীন রয়েছেন।
দেবিদ্বার থানায় ১৭ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে এখন সুস্থ আছেন ১৬ জন। মুরাদনগর থানায় সাতজন, বাঙ্গরা বাজার থানায় ১৬ জন, লালমাই থানায় ৮ জন, পুলিশ লাইনসে ১৪ জন করোনায় আক্রান্ত হন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাফিক সদস্য তিনজন, কোর্ট পুলিশের দুইজন, জেলা গোয়েন্দা পুলিশের তিনজন, পুলিশ অফিসের কন্ট্রোল রুমের ৫ জন, অপরাধ শাখায়-২ জন, ডিএসবিতে একজন করোনায় আক্রান্ত।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে গিয়ে জেলা পুলিশের ১৪৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন। এসপি সৈয়দ নুরুল ইসলাম বুুধবার এ কথা নিশ্চিত করেন।
অ্যাডিশনাল এসপি মো. আজিম-উল-আহসান জানান, এখন পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন স্তরে দায়িত্বরত ১৪৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে আবারো কাজে ফিরেছেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে এসপি মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। আলহামদুলিল্লাহ আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা