মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ইপিজেডে কর্মরত এক নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো- বুড়িচং উপজেলার বাগিলরা গ্রামের আবুল হাশেমের ছেলে মো. খোকন মিয়া ও চান্দিনা উপজেলার রানীরচর গ্রামের মো. মহসিন মিয়ার ছেলে মো. আনিস। পুলিশ তাদের কুমিল্লা আদালতে পাঠিয়েছে।
কুমিল্লা ইপিজেডে কর্মরত এক নারী শ্রমিকের সঙ্গে কোটবাড়ী এলাকার বিল্লাল হোসেন নামে এক যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে সোমবার সকালে কোটবাড়ী এলাকায় দেখা করে উভয়ে। কোটবাড়ী এলাকায় ঘোরাঘুরি শেষে দুপুর ১২টায় ওই নারীকে নিয়ে বিল্লাল হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলো এলাকায় আসে।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪
সেখানে বিল্লাল হোসেনের সঙ্গে আরো তিন যুবক একত্র হয়ে তাকে পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে ধর্ষণকারীরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় রাতেই ধর্ষিতা বাদী হয়ে চারজনের নামে বুড়িচং থানায় একটি মামলা করে।
মামলার প্রেক্ষিতে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই নন্দন চন্দ্র সরকার অভিযান চালিয়ে মামলার ৩ ও ৪ নম্বর আসামিকে আটক করে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা