মানোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে আগুনে পুড়ে ১৫টি দোকান ভষ্মিভূত হয়েছে । রামচন্দ্রপুর বাজার বড় মসজিদ মার্কেটে এ দূর্ঘটনা ঘটে। এত প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান।
সূত্রে জানা যায়, রবিবার (৫ এপ্রিল) রামচন্দ্রপুর বাজারের মসজিদ মার্কেটের রাজুর মুড়ি দোকান থেকে আগুনের সূত্র পাত হয়ে মূহর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদগর ফায়ার সার্ভিস ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে পুড়েছে দুলাল বনিকের মুদি দোকান, কালীপদের মুদি দোকান আজাদ ব্যাকারী, অজিত ঘোষের মিষ্টি দোকান সহ ১৫টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যাবসায়ীরা।
এব্যাপারে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও হোমনা থেকে একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনের সূত্র পাত ঘটতে ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা