মোঃ মানোয়ার হোসেন
‘আকাশ থেকে আম পাতায় মধু পড়েছে’ এমন গুজব ছড়িয়ে পড়েছে কুমিল্লার বিভিন্ন উপজেলায়।বৃহস্পতিবার সকাল থেকে এমন গুজবে অনেকে পাতা সংগ্রহ করে চেটেপুটে খাচ্ছেন। তাদের ধারণা সৃষ্টিকর্তা গজব (করোনা ভাইরাস) দিয়েছেন, আবার রহমতও (আম পাতায় পড়া কথিত মধু) দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর রানীর দিঘির পূর্ব দক্ষিণ কোনের নেওয়াজ বাগ বাসার আম গাছের কিছু পাতা ভেজা দেখা গেছে।
ওই বাসার গৃহিনী রওশন আরা জানান, পাশের বাসার লোকজন থেকে শুনেছেন আম পাতায় মধু পড়েছে। তিনি ছাদে গিয়ে আমপাতায় মধুর মতো দেখেছেন। মুখে দিয়ে দেখেছেন মিষ্টি লাগছে।
কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কুমিল্লা জেলাবাস মালিক সমিতির সভাপতি জামিল আহমেদ খন্দকার লালসুজেরকথার প্রতিবেদককে জানিয়েছেন, তার নগরীর বাগিচাগাঁওস্থ বাসার আম গাছের নিচে কয়েকজন ছেলে পাতা খাচ্ছে।
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপাল পুর গ্রামের গ্রহিনী খাদিজা সরকার লিপি জানান, তার বাড়ির আম গাছে অসংখ্য মানুষ ভির করছে। আম গাছের পাতা থেকে নাকি মধু পড়ছে। তবে তিনি নিজে পাতা মুখে দেননি বলে জানান।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আম গাছে এক প্রকার পোকার আক্রমণে পাতা জলীয় দেখায়। এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে গুজব রটানোর কিছুই নেই।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা