মোঃ মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ বর্তমানে সারা বিশ্বে যখন করোনার মহামারী নিয়ে প্রতিটি দেশ মহাসঙ্কটে রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশেও এর প্রভাব বিদ্যমান রয়েছে । মহা আতঙ্কের মধ্যে রয়েছে প্রতি দেশের প্রতিটি মানুষ। কেউ কেউ প্রতিটি ক্ষণে চোখ রাখছে টিভির পর্দায় আবার কেউ ব্যক্তিগত ফেসবুক পেজে। আর এই ফেসবুক পেজে যখন কিছু অবাঞ্চিত গুজব খবর আসে স্বাভাবিক ভাবে সবাই একটু বেশি আতঙ্কিত হয়ে থাকে। আর এই নিকৃষ্ট জঘন্যতম কাজ টি করে শেষ পর্যন্ত র্যাবের হাতে আটক হয় কুমিল্লার মহানগরীর কালিয়াজুরি ভাটপাড়া এলাকার যুবক বুলবুল আহমেদ ।
বিশ্বে আলোচিত করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে আবারও র্যাবের হাতে আ’টক হলেন বুলবুল আহমেদ (২৮) নামে যুবক। ২০১৮ সালে ফেসবুকে গুজব ছড়িয়ে র্যাব ১০ হাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে সে জামিনে এসে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে গুজব ছড়াতে থাকে। প্রযুক্তির সহায়তার তাকে আটক করে।
সে কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরি ভাটপাড়া এলাকার মাহমুদুল হাসানের ছেলে। শুক্রবার রাতে ভাটপাড়া এলাকা থেকে আটক করে র্যাব-১১ সিপিসি-২। এই সময় একটি স্মার্ট ফোন জব্দ করা হয়। Nazmul Khan ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বৈশ্বিক আলোচিত বিষয় “করোনা ভাইরাস” সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়।
র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সে কুমিল্লা জেলার কোতয়ালি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এছাড়াও বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাসের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূূন্ন করাসহ দেশের চলমান আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল। এসকল কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, এধরনের অপরাধের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনী ব্যবস্থার প্রক্রিয়া আছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা