অনলাইন ডেস্ক
বাংলাদেশে বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষ দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন জেলায় হচ্ছে এর আবাদ। এবছর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ৫০ হেক্টর এবং কিশোরগঞ্জে ৮০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে।
সূর্যমুখী চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে।
ফুলে ফুলে ভরে গেছে সূর্যমুখী ক্ষেত। দেখে মনে হচ্ছে ফসলের মাঠ জুড়ে হলুদের হাসি। যা দেখতে দূর-দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ঝালকাঠির বাঁশবুনিয়ায় প্রায় ১৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, জানালেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ।
এদিকে, কিশোরগঞ্জেও সূর্যমুখীর আবাদ বেড়েছে। ভালো ফলন ও উৎপাদন খরচ কম হওয়ায় অনেকেই ঝুঁকছেন এর চাষে।
কিশোরগঞ্জে এ বছর ৮০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। কিশোরগঞ্জ কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সাত্তার জানালেন, বিনামূল্যে সার ও বীজ দিয়ে উৎসাহিত করা হয়েছে কৃষককে।
সূর্যমুখীর আবাদ আরও বাড়লে দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণের পাশাপাশি তেলের আমদানি নির্ভরতাও কমিয়ে আনা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা