অনলাইন ডেস্ক
ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হামলার পর ইউক্রেনের টিভি চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করে দিয়েছে। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরনের এই ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওর ফুটেজে দেখা যায়, প্রথম বিস্ফোরণের পরই টাওয়ারের কাছে ভবনগুলোর ওপর ধোঁয়া উড়ছে। প্রথম বিস্ফোরণে অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের রাজধানীতে আসন্ন হামলার বিষয়ে সতর্ক করার পরপরই বিস্ফোরণগুলো ঘটে। রাশিয়ার সেনাবাহিনী জানায়, তারা ইউক্রেনের সামরিক এবং গোয়েন্দাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তাই সাধারণ লোকজনকে সেসব জায়গা থেকে সরে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। তবে মস্কো এখনো এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা