অনলাইন ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সদ্যই জাতীয় দলে নাম লিখিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলি। মূল দলে জায়গা নিশ্চিত করতে পারফর্মেন্স দেখানোর বিকল্প নেই। আর সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবেই প্রমাণ করলেন কিংসলি। আজ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের হয়ে জোড়া গোল করেছেন। তার নৈপূণ্যেই সাইফ স্পোর্টিংকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আগেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরাকে বাইরে রেখে একাদশ সাজান কিংস কোচ অস্কার ব্রুজোন। ১২তম মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও কিংসদের জালে বল পাঠাতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের মারাজ হোসেন। ৩১তম মিনিটে বক্সের খানিকটা বাইরে থেকে রবিনহোর দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
বিরতির পর ৫৩তম মিনিটে রবিনহোর আড়াআড়ি পাস বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে বসুন্ধরাকে এগিয়ে দেন কিংসলি। ৬৩ মিনিটে সেই কিংসলিই ব্যবধান দ্বিগুণ করেন। ফার্নান্দেসের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে অনায়াসে তিনি বল জালে পাঠিয়ে দেন। ৮০তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণভাগকে বোকা বানিয়ে কাজটি করে গোলমুখে রবিনহোকে বল ঠেলে দেন জোনাথন। সেই বল জালে পাঠাতে ভুল করেননি ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান তারকা রবিনহো।