অনলাইন ডেস্ক
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় রাওয়ালকোট। ২৯ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন কাশিফ আলি। বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ আর শাহিবজাদা ফারহান ২০ বলে করেন ২৮ রান। ১৭০ রান তাড়া করতে নেমে চাপ ছাড়াই ব্যাট করতে থাকেন মুজাফফরবাদের দুই ওপেনার জিসান আশরাফ এবং মোহাম্মদ হাফিজ। দলীয় অধিনায়ক ফেরেন ২৫ রানে। দ্বিতীয় উইকেটে শোয়েব মাকসুদকে নিয়ে ভালোই খেলছিলেন জিসান। এ সময় মনে হচ্ছিল সহজ জয়ই পাচ্ছেন তারা।
কিন্তু জিসান ৪৬ রানে জিসান এবং ১৫ রানে মাকসুদ আউট হলে দলের হাল ধরতে পারেননি কেউই। পড়তে থাকে একের পর এক উইকেট। শেষদিকে অবশ্য জয়ের ক্ষুদ্র প্রয়াস চালান সোহেল তানভীর এবং মোহাম্মদ ওয়াসিমরা। কিন্তু আসিফ আফ্রিদি এবং হোসাইন তালাতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬১ রানেই থেমে যায় হাফিজদের ইনিংস।
রাওয়ালকোট হকসঃ ১৬৯/৭ (২০ ওভার) কাশিফ ৫৪, বিসমিল্লাহ ৩০, ফারহান ২৮, উমর ২৩, ইমরান ১৭*; হাফিজ ২/২৬, উসামা ২/২৫, ওয়াসিম ১/৩৬, আরশাদ ১/২৭
মুজাফফরাবাদ টাইগার্সঃ ১৬২/৯ (২০ ওভার) জিশান ৪৬, হাফিজ ২৫, মাকসুদ ১৫, তানভীর ২১, ওয়াসিম ২২, ইনজামাম ১২; আসিফ ৩/২১, আফ্রিদি ২/৩২, তালাত ৩/১৮
ফলাফলঃ রাওয়ালকোট হকস ৭ রানে জয়ী ম্যাচ সেরাঃ আসিফ আফ্রিদি (রাওয়ালকোট হকস) টুর্নামেন্ট সেরাঃ হোসাইন তালাত (রাওয়ালকোট হকস)
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা