অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে। বুধবার সিলেট থেকে দলীয় প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে চলছে আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি।
বুধবার সকালে আকাশ পথে সিলেট যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তাঁর দলীয় সফর। সিলেট পৌঁছে প্রথমে তিনি শাহজালাল ও শাহ পরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন। দুপুরে যোগ দেবেন জনসভায়।
শেখ হাসিনার নির্বাচনী জনসভা নিয়ে বিপুল উৎসাহ দেখা গেছে সিলেটবাসীর। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে আওয়ামী লীগ সভাপতির বক্তব্য শুনবার জন্য।
জনসভার জন্য আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। জনসভা সফল করতে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে কাজ করছেন স্থানীয় আওয়ামী লীগ। সিলেট বিভাগের সব জেলা থেকে নেতাকর্শী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেবে বলে জানান স্থানীয় নেতারা।
জাতীয় সংসদ নির্বাচন আর আওয়ামী লীগের জনসভা উপলক্ষে সিলেট নগরীজুড়ে নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা