অনলাইন ডেস্ক
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
এই সিটি কর্পোরেশনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪শ ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩শ ৩ জন, মহিলা ভোটার ২ লাখ ১৪ হাজার ১শ ৬৬ জন আর হিজরা ভোটার ১ জন।ভোট কেন্দ্র ২শ ২৯টি এবং ভোটকক্ষ ১৩শ ৪৯ টি।
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন ২শ ৫১ জন।
এদিন, রংপুর সিটিতে ৪ হাজার ২শ ৮৮জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য। এছাড়া, র্যাব ও বিজিবি এবং নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটরা মাঠে থাকবেন। ভোটকেন্দ্রের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে ১৮শ ৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আজ মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্তনির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে ২৮শে ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা