অনলাইন ডেস্ক
সূচি অনুযায়ী আগামী চৌঠা, ৭ই ও ১০ই ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ১৪ই ডিসেম্বর একই ভেন্যুতে হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এবং ২২শে ডিসেম্বর শেরেবাংলায় গড়াবে শেষ টেস্টটি। দুই ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তবে ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয়।
এদিকে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না ভারতীয় পেসার মোহাম্মদ শামির। এর আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে ফেরার পর অনুশীলে হাতে চোট পান তিনি। এই ইনজুরিতে শুধু ওয়ানডেই নয়, টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে শামির জায়গায় ওয়ানডেতে নেওয়া হয়েছে উমরান মালিককে। শনিবার (তেসরা ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ইন্ডিায় ক্রীড়া সংস্থা বিসিসিআই। খবর পিটিআই’র।
৬০ ম্যাচে ২১৬ উইকেট নিয়েছেন শামি। তার জায়গায় দলে ঢুকতে পারেন ‘এ’ দলের হয়ে বাংলাদেশে আসা মুকেশ কুমার ও নবদ্বীপ সাইনি। প্রথম চারদিনের ম্যাচে অভিষেক না হওয়া নবদ্বীপ তিন ও দুই টেস্ট খেলা সাইনি নিয়েছেন চার উইকেট।
শামি ছাড়াও বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া সিরিজটিতে নেই তারকা পেসার জসপ্রিত বুমরাহও।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা