অনলাইন ডেস্ক
আগামী বৃহস্পতিবার (১১ই এপ্রিল) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল মঙ্গলবার (৯ই এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় আরও একদিন সিয়াম পালন করছেন মুসলিমরা। ফলে এবার পুরো ৩০ দিন সিয়াম সাধনা করেছে ধর্মপ্রাণ মুসলিমরা। বৃহস্পতিবার (১১ই এপ্রিল) ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
তবে, আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।
আরোও পড়তে পারেন : আজকের আবহাওয়ার খবর