অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলন সফল করতে এরই মধ্যে মঞ্চ নির্মাণসহ আনুসঙ্গিক কাজ শেষ হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।
করোনা এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে এবারের সম্মেলন হবে একদিনের। তবে আমন্ত্রিত কাউন্সিলর ও ডেলিগেটসদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হয়েছে।
সম্মেলনের আগে দলের শীর্ষ দুই পদে কারা আসছেন, তা নিয়ে নানা জল্পনা আছে রাজনীতি অঙ্গনে। জানা গেছে, টানা ৪১ বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবারো সভাপতি হিসেবে চাইছেন দলের সবস্তরের নেতা-কর্মীরা। সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হলে দলের রাজনীতিতে রেকর্ড গড়বেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তনের কথা শোনা গেলেও তা হবে না বলে জানান দলের সাধারণ সম্পাদক। তবে কেন্দ্রীয় কমিটিতে কয়েকজন নতুন মুখ আসতে পারে বলে জানান ওবায়দুল কাদের।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য আওয়ামী লীগের নেতা নির্বাচন করবেন কাউন্সিলররা। এবারের সম্মেলনে দলীয় প্রধান শেখ হাসিনা জাতির সামনে র্স্মাট বাংলাদেশ তৈরির রূপরেখা তুলে ধরবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা