অনলাইন ডেস্ক
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবলায়। শনিবার (২০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার আইনশৃঙ্খলা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনিক কারণে ওসি আরজু মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে তার জায়গায় নতুন কর্মকর্তা পদায়ন করতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন সচিবালয়।
এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, অফিসিয়ালি এমন কোনো চিঠির খবর পাইনি। তবে নির্বাচন কমিশন নির্দেশনা দিলে তা কার্যকর করা হবে।
২০১৯ সালের ১৫ এপিল পাটগ্রাম থানা থেকে কালীগঞ্জ থানায় যোগদান করেন ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন।
আরোও পড়তে পারেন : ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল আজ