অনলাইন ডেস্ক
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে করোনা সংক্রমণ ও মৃত্যুর উর্ধ্বগতি সত্ত্বেও কঠোর লকডাউনের মধ্যে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে চরম অবিবেচনাপ্রসূত ও অমানবিক আখ্যায়িত করেছেন। তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।
আজ শনিবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, গণপরিবহন বন্ধ, সকল শ্রমিকের ভ্যাসকিন দেওয়া হয়নি, এমতাবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে মালিকের মুনাফার স্বার্থ রায় কারখানা খোলার সিদ্ধান্ত শ্রমিকদের জীবনকে মারাত্মক ঝুঁকি ও ভোগান্তিতে ফেলবে। করোনা সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে।
তিনি কারখানা খোলার আগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, সকল শ্রমিককে ভ্যাকসিন প্রদান ও তাদের যাতায়াতের ব্যবস্থার করার দাবি জানান।
আরোও পড়তে পারেন : জুলাই শহীদ পরিবারের জন্য সরকারি ফ্ল্যাট : অনিয়ম যাচাইয়ে কমিটি