অনলাইন ডেস্ক
দীর্ঘ দিনের ক্যারিয়ারে অভিনয়ের জন্য অনেক প্রশংসা ও সম্মান তিনি পেয়েছেন। নামের শেষে কিং খান, বাদশা, বলিউডের সেরা রোমান্টিক হিরো ইত্যাদি উপাধি যোগ হয়েছে তার। একজন আদর্শ মানুষ হিসেবেও সবার কাছে প্রশংসিত শাহরুখ খান।
এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্রা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে দীপক দোবরিয়াল, ইশা তলওয়ার। ছবির পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত হার্দিক মেহতা।
ছবির মূল বিষয়বস্তু – একজন অভিনেতা ক্যারিয়ারের ৫০০ তম ছবি করতে অবসর ভেঙে ফিরছেন।
এই ছবি দেখেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ ‘দ্য অ্যালকেমিস্ট’ উপন্যাসের লেখক পাওলো কোয়েলহো। ‘কামিয়াব’-এর মতো ছবি তৈরির জন্য টুইটারে কিং খানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পালটা টুইটে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখও।
মুক্তির পর থেকেই সমালোচকদের বাহবা কুড়িয়েছে সঞ্জয় মিশ্রা অভিনীত ছবিটি। কিন্তু পাওলো কোয়েলহোর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির প্রশংসা ‘কামিয়াব’-কে অন্য মাত্রায় পৌঁছে দিল মনে করেন শাহরুখ।
লেখালেখির পাশাপাশি বডিউড সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল পাওলো কোয়েলহো। কয়েকদিন আগেই ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছিলেন। এবার বলিউডের আরেক খান শাহরুখের প্রশংসা করলেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা