অনলাইন ডেস্ক
তালেবান তাদের যোদ্ধাদের কাবুলে সহিংসতা পরিহারের নির্দেশ দিয়েছে। যারা শহর ছেড়ে যেতে চায় তাদের নিরাপদে ও নির্বিঘ্নে শহর ত্যাগ করতে দেবার নির্দেশ দিয়েছে তালেবান। দোহায় একজন তালেবান নেতার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স সংবাদ সংস্থা।
এদিকে, খুব দ্রুতই বদলে যাচ্ছে আফগানিস্তানের অবস্থা। অনেক মানুষই কাবুল ছেড়ে চলে যাচ্ছেন। বিমান ভর্তি, কাবুল থেকে আজকের ফ্লাইটগুলোতে জায়গা নেই। ভারত কিংবা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে কাবুলের মানুষ। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তালেবানের আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র সুহেল শাহীন আলজাজিরাকে বলেছেন, তালেবান এখনো কাবুল শহরে প্রবেশ করেনি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতার ওপর নির্ভর করছে বিষয়টি। শহরের নিরাপত্তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি না হয়।
আরোও পড়তে পারেন : বৈঠকের জন্য জাতিসংঘের পরমাণু সংস্থাকে যে শর্ত দিয়েছে ইরান