অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোববার (১১ জুলাই) তিনি বলেন, কানে আমার শেষ দিনটিতে আড়াই ঘণ্টা পুলিশ স্টেশনে কাটাতে হবে, ভাবতেও পারিনি; কিন্তু সেটাই হলো.. জোডি টার্নার-স্মিথ জানিয়েছেন, হোটেল রুম থেকে এই গহনা চুরি হয়েছে। এসবের মধ্যে তার মায়ের বিয়ের আংটি ছিল। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী এক বছরের মেয়েকে নিয়ে ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন।
তিনি ভাবতেও পারেননি সেখানে এ ধরনের ঘটনা হতে পারে। শুক্রবার সকালে তিনি যখন নাস্তা করতে গিয়েছিলেন। সেসময় তার হোটেলের রুম থেকে গহনা চুরি হয়। বর্তমানে জোডি টার্নার-স্মিথকে কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, কানের চলচ্চিত্র উৎসবে মূল্যবান রত্নখচিত অলংকার চুরির ঘটনা নতুন কিছু নয়। ২০১৩ সালে কানের স্যুট নভোটেল সেন্টার রুম থেকে ১.৪ মিলিয়ন ডলারের গহনা চুরি হয়েছিল। বেশ কয়েকজন হলিউড তারকার জন্য অলংকারগুলো ঋণে এনেছিল কান কর্তৃপক্ষ।
ইয়াহু নিউজ থেকে পরিমার্জিত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা