কানাডার উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবার ক্ষমতায় আসছেন। গত সোমবারের নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি অব কানাডা সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
ফলে দলটিকে এখন একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। ৩৩৮ আসনের পার্লামেন্টে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৭০টি আসন। ২০১৫ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর জাস্টিন ট্রুডো তার নির্বাচনি প্রতিশ্রুতির ৯২ শতাংশই পূর্ণাঙ্গ কিংবা আংশিকভাবে বাস্তবায়ন করেছেন।এরপর তাকে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হলো!
নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬ আসনে জয়লাভ করেছে। মোট ৩৩৮টি আসনের নির্বাচনে সরকার গঠনের জন্য তার দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয়লাভ করতে হতো। আর মাত্র ১৪ আসনের জন্য লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দ্বিতীয় মেয়াদে ট্রুডোকে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে বেশ বেগ পেতে হবে।
তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির এন্ড্রু শোর ১২২টি আসন পেয়েছে।
জাস্টিন ট্রুডো টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, আমাদের টিমের ওপর বিশ্বাস রাখার জন্য এবং এই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের ওপর আস্থা রাখার জন্য তোমায় ধন্যবাদ কানাডা। আপনি যাকেই ভোট দিন না কেন, আমাদের টিম সব কানাডিয়ানের জন্য কাজ করবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা