অনলাইন ডেস্ক
এর আগে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। বৃষ্টির কারণে বাংলাদেশ ও স্বাগতিক ভারতের মধ্যকার শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি।
কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে, দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। এরপর আলোর স্বল্পতায় প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত খেলা শুরু হয়নি।
তাতে দিনের প্রথম সেশনে খেলা মাঠে গড়াতে পারেনি। সকালে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাঠে আসলেও, মধ্যাহ্ন বিরতির আগেই তারা টিম হোটেলে ফিরে গেছেন। আম্পায়াররা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রথম দিনে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১০৭ রান।
বাংলাদেশ দল: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।
ভারত দল: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা