অনলাইন ডেস্ক
এসময় তার অবর্তমানে তার স্ত্রী আক্তার জাহান বকুল সকল বিষয় দেখাশোনা করবেন বলেও নেতাকর্মীদের সামনে ঘোষণা দেন কাদের মির্জা। তার কাছে (স্ত্রী) সকল বিষয় বুঝিয়ে দেয়া আছে বলেও জানান তিনি।
কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার অনুপস্থিতে আমার স্ত্রী আক্তার জাহান বকুল আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যে কোনো কাজে তাকে আপনারা কাছে পাবেন।
তিনি বলেন, গত ৬ মে (বৃহস্পতিবার) আমার ডাক্তার দেখানোর নির্ধারিত তারিখ থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। অবশেষে আগামী ৯ জুন (বুধবার) আমি আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ২১ জুন (সোমবার) আবার দেশে ফিরবো।
কাদের মির্জা বলেন, গত ২২ মে (শনিবার) বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় দেখা করেছি। তিনি আমার শারীরিক অবস্থা দেখে দ্রুত ডাক্তার দেখানোর পরামর্শ দেন। তাই আমি নিয়মিত রুটিন চেকআপে দেশের বাইরে যাচ্ছি।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তার সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদেরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিষোদগার করেন কাদের মির্জা।
এর আগে গত ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) মেয়র নির্বাচনে নিজের ইশতেহার ঘোষণার সময় দলের অভ্যন্তরীণ সমালোচনা করে সারাদেশে আলোচনায় আসেন কাদের মির্জা। পরে দলের স্থানীয় নেতাদের সাথে বিরোধ হলে গত ৩১ মার্চ (বুধবার) আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণাও দেন তিনি।
এদিকে কাদের মির্জার অনুসারীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সংঘর্ষে ইতোমধ্যে দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা