অনলাইন ডেস্ক
কেটে গেছে ধোঁয়াশা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের জন্য পাকিস্তানসহ আট দলের ভিসার অনুমোদন দিয়েছে ভারত। সাফের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ২১ জুন নির্ধারিত সময়ে আট দল নিয়েই বেঙ্গালুরুতে হবে। ভারতের ভিসা হাতে পাওয়ায় শুক্রবার (০৯ জুন) রাতেই ফিফা টায়ার ওয়ান ম্যাচ খেলতে কম্বোডিয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতায় ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। ওয়ানডে বিশ্বকাপের সূচিও কবে নাগাদ চূড়ান্ত হবে তাও ঠিক করতে পারছে না আইসিসি। রাজনৈতিক সংকটের প্রভাবে অনিশ্চয়তায় পড়ে যায় সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অংশগ্রহণও। ভারতের যাওয়ার ক্ষেত্রে সব সময়েই ভিসা নিয়ে জটিলতায় পড়তে হয় পাকিস্তানকে।এবারো সে সংকট তৈরি হওয়ায় বিপাকে পড়ে যায় আয়োজকরা। জরুরি সভা ডাকা হয় সাফের ভবিষ্যৎ নিয়ে। কারণ, পাকিস্তান শেষ পর্যন্ত ভিসা না পেলে ফরম্যাটে পরিবর্তন আনতে হতো সাফের। তবে শেষ পর্যন্ত কোনো কঠিন পথে যেতে হয়নি আয়োজকদের। ভিসা জটিলতা কেটে গেছে সবার। নিশ্চিন্তে তাই সাফে অংশ নিতে পারবে সব দল।
আরোও পড়তে পারেন : ২ হাজার ৫৬১ দিন পর চ্যাম্পিয়ন্স লিগে এমন কীর্তি