অনলাইন ডেস্ক
কিন্তু ১৯তম ওভারে এসে ম্যাচটা ক্যারিবীয়দের হাত থেকে কেড়ে নিলেন ভুবনেশ্বর কুমার। ভারতের অভিজ্ঞ পেসার ওই ওভারে দিলেন মাত্র ৪ রান। তুলে নিলেন নিকোলাস পুরানের উইকেট।
শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার পড়ে ২৫ রান। হর্ষল প্যাটেলের করা ওভারে তৃতীয় আর চতুর্থ বলটি সীমানার ওপারে আছড়ে ফেলে আশা জাগিয়েছিলেন পাওয়েল।
শেষ দুই বলে জিততে চাই ১১। দুই ছক্কা হলে জয়, একটি ছয় আর চার হলেও টাই। কিন্তু হর্ষল এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলেন। দুই ছক্কা হজমের পর শেষ দুই বলে দিলেন মাত্র দুটি সিঙ্গেলস। জিতে গেলো ভারত।
কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারত।
শুক্রবার রাতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলি, রিশাভ পান্ত আর ভেঙ্কটেশ আয়ারের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
কোহলি ৪১ বলে আর পান্ত মাত্র ২৮ বলেই করেন সমান ৫২ রান করে। শেষদিকে ১৮ বলে ৩৩ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ।
জবাবে ৫৯ রানের মধ্যে ব্রেন্ডন কিং (২২) আর কাইল মায়ার্সকে (৯) হারালেও পাওয়েল আর পুরানের শতরানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পুরান ৪১ বলে ৬২ রানে আউট হন। পাওয়েল ৩৬ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে। ৩ উইকেটে ১৭৮ রানে থামে ক্যারিবীয়রা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা