অনলাইন ডেস্ক
এরা হলেন- গাজীপুরের বাসিন্দা ওসমান (৩৭), শাহজাহান সরকার (৩৬) ও সেলিম সরকার (৪৫) এবং ময়মনসিংহের বাসিন্দা নুর ইসলাম (৩৫)। শনিবার তদন্তকর্তা এসআই সোহেল রানা তাদের ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি জাফর হোসেন জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাদের রিমান্ড চাওয়া হয়নি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার রিং রোড হক সাহেবের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকবোঝাই পিকআপ ভ্যানটি জব্দ করে র্যাব।
র্যাব-২ জানিয়েছে, ডাব ও কাঁঠালভর্তি ওই পিকআপ ভ্যান সাদা কাগজে ‘জরুরি প্রাণী খাদ্য উৎপাদন কাজে নিয়োজিত’ স্টিকার সাঁটিয়ে অবৈধ অস্ত্র ও ইয়াবার চালান গ্রহণ ও বহন করে ঢাকা, গাজীপুরে সরবরাহ করে আসছিল চক্রটি।
ঘটনার সঙ্গে জরিড়ত চারজনকে আটক করার পর তাদের বিরুদ্ধে আদাবর থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা