অনলাইন ডেস্ক
কোপা আমেরিকার ফাইনালে দেখা মিলছে লাতিন ক্ল্যাসিকোর। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলকে শিরোপার মঞ্চে নিয়েছেন পেনাল্টি শুট আউটে তিনটি গোল ঠেকিয়ে নায়ক বনে যাওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচের শুরুতেই সাফল্য পেয়ে যায় আর্জেন্টিনা।
লাউতারো মার্টিনেজর গোলে শুরুতেই লিড পায় লিওনের মেসির দল। তবে এরপর সমতায় ফিরতে একাধিক চেষ্টা করেও ব্যর্থ থাকে কলম্বিয়া। যার ফলে লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধে মলিনাকে বসিয়ে মন্তিয়েলকে মাঠে নামায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচে ৫৫ মিনিটে নিজেদের কাছে বল দখলে রেখে একাধিকবার আক্রমণে যায় দলটি। যার মধ্যে সফলও হয়েছে। ম্যাচের ৬১ মিনিটে কারদোনার পাস থেকে ডায়াজের গোলে ১-১ গোলে সমতায় ফিরে কলম্বিয়া।এরপর দুই দলই আরো কিছু আক্রমণ করে কিন্তু ১-১ ব্যবধানে ৯০ মিনিটের খেলা শেষ হয়।
৯০ মিনিটের খেলা শেষে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যে খেলার ফল নিষ্পত্তি না হয়নি। যার ফলে ফাইনালের দল নির্ধারণে খেলা গড়াল টাইব্র্রেকারে। কোপা আমেরিকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হওয়ার নিয়ম নেই। ৯০ মিনিটের খেলা শেষ হলো সরাসরি টাইব্রেকার।
কলম্বিয়ার হুয়ান কুয়াদরাদোর প্রথম শটে গোল হয়। সানচেস ও ইয়েরি মিনার পরের দুটি শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেস। মিগুয়েল বোরহার শট জাল খুঁজে নেওয়ার পর কারদোনার শট আবার বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে প্রথম শটে গোল করেন মেসি। রদ্রিগো দে পল মারেন আকাশে। পরের দুটি শট জালে পাঠান লেয়ান্দ্রো পারেদেস ও মার্তিনেস। আর্জেন্টিনার পঞ্চম শটের প্রয়োজন হয়নি। ফলে এক আসর পরে ফাইনালে যাওয়ার উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা।
২০১৬ সালের পর এই প্রথম কোপার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় তারা ১৫তম কোপা জেতার স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে। স্বাগতিকদের বিপক্ষে সর্বশেষ ২০০৭ সালে কোপার ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তেরা।