অনলাইন ডেস্ক
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে কলম্বিয়া। ম্যাচের আট মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লের্মা। ম্যাচের ১২ মিনিটে চমৎকার এক সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি হুলিয়ান আলভারেজ।
এরপর ম্যাচের ২৫ মিনিটে, মসকেরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। গোল হজম করে বেশ চাপে পড়ে আলবিসেলেস্তারা। সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি লিওনেল স্কালোনি শিষ্যরা। যার ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের ভুলে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তারা। রদ্রিগেজের ভুল পাসের সুবাদে মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন গঞ্জালেস। তার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে, লিড নিতেও বেশি সময় নেয়নি প্রতিপক্ষ কলম্বিয়া।
ম্যাচের ৬০ মিনিটে, রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। বিশ্বকাপ বাছাইয়ে এটি আর্জেন্টিনার ২য় হার। ম্যাচ হারলে-ও ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তারা। আর ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে অবস্থান কলম্বিয়ার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা