সরকারের নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার ১১ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ঘোষিত সাধারণ ছুটির মধ্যে নির্দেশনা থাকার পরেও শিবচর উপজেলার ১১ জন কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এটা সরকারি আচরণবিধির লংঘন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে তাদের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেয়া হচ্ছে তা এখনও অবগত হইনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা