কৃষি বিষয়ক অনুষ্ঠান সমৃদ্ধকরণে কমিউনিটি রেডিও’র সম্প্রচারকারীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) এর উদ্যোগে ও এক্সেস এগ্রিকালচার-এর সহায়তায় ঢাকায় ওয়াইডব্লিউসিএ-তে এটি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হলো কমিউনিটি রেডিওর কৃষি বিষয়ক কার্যক্রম সমৃদ্ধকরণে এক্সেস এগ্রিকালচার -এর অডিও ও ভিডিও তথ্য ভান্ডার ব্যবহার শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।
আরও পড়ুন : লেখক সম্মাননা পেলেন ডিআরইউ’র ৪১ সদস্য
কর্মশালার উদ্দেশ্য হলো কৃষি বিষয়ক অনুষ্ঠান সমৃদ্ধকরণে কমিউনিটি রেডি’র সম্প্রচারকারীদের দক্ষতা বাড়ানো এবং এক্সেস এগ্রিকালচার এর অডিও ও ভিডিও তথ্য ভান্ডার ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান।
কমিউনিটি রেডিও শুরু থেকেই কমিউনিটির কৃষক ও কৃষি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবন ও জীবিকা উন্নয়নে কম-বেশি কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এক্ষেত্রে অনেকের সাফল্যও উল্লেখ্যযোগ্য । অন্যদিকে একসেস এগরিকালচার বাংলাদেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি বিষয়ক ভিডিও এবং অডিও কন্টেন্ট প্রস্তুতের পাশাপাশি সেগুলো আর্কাইভিং করে থাকে ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের এক্সেস এগ্রিকালচার-এর ওয়েবসাইটের বিস্তারিতসহ সংরক্ষিত অডিও-ভিডিও কন্টেন্ট ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং উক্ত অডিও-ভিডিও কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন কৃষি বিষয়ক অনুষ্ঠান তৈরি কলা-কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়া কৃষি বিষয়ক অডিও/ভিডিও তৈরি করে রেডিও স্টেশনগুলো ও শ্রোতা ক্লাবগুলো কিভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ড. পল ভ্যান মেলে, কো-ফাউন্ডার এবং ডিরেক্টর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ড. আহমাদ সালাহ্উদ্দীন, রিজিওনাল কো-অর্ডিনেটর, সাউথ এশিয়া, এক্সেস এগ্রিকালচার এবং মিস. ইভানা রহমান, প্রোগ্রাম লিডার, ফার্মারস্ নলেজ প্ল্যাটফরম, এক্সেস এগ্রিকালচার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনএনআরসি’র সমন্বয়কারী মিস. তামান্না রহমান ।
আয়োজকদের প্রত্যাশা কমিউনিটি রেডিও’র প্রযোজকগণ উক্ত কর্মশালা থেকে প্রাপ্ত শিক্ষণগুলো কাজে লাগিয়ে এবং এক্সেস এগরিকালচার-এর তথ্য উপাত্তের ভান্ডার ব্যবহার করে রেডিও’র কৃষি বিষয়ক চলমান কার্যক্রম আরো তথ্যবহুল, সমৃদ্ধ ও সৃজনশীল ভাবে উপস্থাপনা করতে সক্ষম হবেন।
কর্মশালায় দেশের ১৮টি কমিউনিটি রেডিও থেকে মোট ১৮ জন প্রযোজক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সকলেই সংশ্লিষ্ট রেডিও স্টেশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। কমিউনিটি রেডিওগুলো হল- কমিউনিটি রেডিও পদ্মা ৯৯.২ এফএম (রাজশাহী), কমিউনিটি রেডিও নলতা ৯৯.২ এফএম (সাতক্ষীরা), কমিউনিটি রেডিও লোকবেতার ৯৯.২ এফএম (বরগুনা), কমিউনিটি রেডিও পল্লীকন্ঠ ৯৯.২ এফএম (মৌলভবাজার), কমিউনিটি রেডিও সাগরগিরি ৯৯.২ এফএম (সীতাকু-, চট্টগ্রাম), কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম, (চাঁপাইনবাবগঞ্জ), কমিউনিটি রেডিও মুক্তি ৯৯.২ এফএম (বগুড়া), কমিউনিটি রেডিও চিলমারী ৯৯.২ এফএম (কুড়িগ্রাম), কমিউনিটি রেডিও ঝিনুক ৯৯.২ এফএম (ঝিনাইদহ), কমিউনিটি রেডিও কৃষি ৯৮.৮ এফএম (আমতলী, বরগুনা), কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম (টেকনাফ, কক্সবাজার), কমিউনিটি রেডিও সুন্দরবন ৯৮.৮ এফএম (খুলনা), কমিউনিটি রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম (মুন্সিগঞ্জ), কমিউনিটি রেডিও বরেন্দ্র ৯৯.২এফএম( নওগাঁ), কমিউনিটি রেডিও মেঘনা ৯৯.০এফএম ( চরফ্যাশন, ভোলা), কমিউনিটি রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম (হাতিয়া, নোয়াখালী) কমিউনিটি রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম (গাইবান্ধা) এবং কমিউনিটি রেডিও বড়াল ৯৯.০এফএম (বাঘা, রাজশাহী)।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা