অনলাইন ডেস্ক
গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে রোববার (৯ জানুয়ারি) প্রকাশিত ‘বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি জরিপ-২০২১’ এ এসব তথ্য জানিয়েছে বিলস। এতে দেখা যায়, দেশে সবচেয়ে বেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে পরিবহন, নির্মাণ ও কৃষি খাতে।
সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎষ্পৃষ্ট হওয়া, বজ্রপাত, অগ্নিকাণ্ড, উপর থেকে পড়ে যাওয়া, পড়ন্ত বস্তুর আঘাত, বিষাক্ত গ্যাস, নৌ দুর্ঘটনা, দেয়াল বা ছাদ ধসে পড়া, সিলিন্ডার বিস্ফোরণ ইত্যাদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের মধ্যে ১হাজার ৩ জন পুরুষ এবং ৫০ জন নারী। পরিবহন খাতে সবচেয়ে বেশি ৫১৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত ৫৯৪ জন শ্রমিকের মধ্যে ৫৭১ জন পুরুষ এবং ২৩ জন নারী। মৎস্য খাতে সবচেয়ে বেশি শ্রমিক আহত হয়েছেন।
জরিপের তথ্য অনুযায়ী, গত বছর ২৮৬ জন শ্রমিক কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৩২ জন পুরুষ এবং ৫৪ জন নারী। নির্যাতনের শিকার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। ২০২০ সালে ২৩২ জন শ্রমিক কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়েছিলেন। জরিপ অনুযায়ী ৩০০ জন শ্রমিক কর্মক্ষেত্রের বাইরে নির্যাতনের শিকার হন। এর মধ্যে ১৯১ জন নিহত, ৭০ জন আহত, ৩ জন নিখোঁজ, ২৬ জনের ক্ষেত্রে আত্মহত্যা করেছেন।
এতে বলা হয়, ২০২১ সালে ৪৩১টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ১৭২টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে তৈরি পোশাক খাতে। এর মধ্যে ১২৬টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে বকেয়া বেতনের দাবিতে। আন্দোলনে একজন নারীসহ ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন ১৬৩ জন। আহতদের মধ্যে ১৩৭ জন শ্রমিকই তৈরি পোশাক খাতের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা