অনলাইন ডেস্ক
মুক্তির স্বাদ পাচ্ছি,’ এমন ছোট্ট কথায় নিজের বাঁধ-ভাঙা আনন্দ প্রকাশ করলেন ৫১ বছর বয়সী উহানবাসী ঝং কাইঝং।
মহাসড়কের ভিড় ঠেলে ঝং যাচ্ছিলেন উহানের পাশের প্রদেশ জিয়াংসুতে। ঝং উহানে এসেছিলেন তার ছেলেকে দেখতে। তার আসার কয়েকঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় উহানে যাওয়া-আসা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে ঝং বলেন, ‘নিশ্চয় আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছি।’
দীর্ঘ ৭৬ দিন চীনের বাকি অংশ বা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছিল করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান। আজ বুধবার ভোরে উহানের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর উহানবাসী ও উহানে আটকে পড়া অন্যদের মধ্যে দেখা যায় ‘মুক্তির আনন্দ’।
ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি করোনার বিস্তার রোধে উহান ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ায় সেখানে আটকে পড়েন এক কোটি ১০ লাখ মানুষ। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর হাজার-হাজার মানুষকে রেল স্টেশনে ছুটে যেতে দেখা গেছে। অনেককে আনন্দ প্রকাশ করতেও দেখা যায়।
২১ বছর বয়সী ইয়াও সংবাদমাধ্যমকে জানান, তিনি সাংহাইয়ে রেস্টুরেন্টে কাজ করেন। সেখানে ফিরে যাচ্ছেন।
বলেন, ‘করোনা মহামারির কারণে উহানকে অনেককিছু হারাতে হয়েছে। এর জনগণকেও অনেক মূল্য দিতে হয়েছে।’
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা