সিনিয়র স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯-এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের মহান চিকিৎসক সমাজের প্রতি প্রোটেকটিভ ইকুইপমেন্টে সজ্জিত হয়ে জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যায় আত্মদানকারী পেশাজীবী বাংলাদেশের মহান চিকিৎসকগণ আপনারা আমার সশ্রদ্ধ অভিববাদন গ্রহণ করুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যেমন আমরা জয়ী হয়েছিলাম ঠিক তেমনি জাতির পিতার পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা কর্মীরা হচ্ছেন অগ্রবর্তী বাহিনী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতি আপনাদের সাথে আছে। এই যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই। পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট (Protective equipment) এ সজ্জিত হয়ে আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও মানবিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়ান। মনে রাখবেন, করোনা আক্রান্ত রোগীরা আমাদের কারো না কারোর আপনজন এবং তাঁদের এই বিপদে আমরা চিকিৎসক সমাজ দূরে থাকতে পারি না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।”
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা