করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫৪ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী। শনাক্ত ৫৪ জনের মধ্যে ঢাকা শহরে ৩৯ জন, ঢাকার অদূরে একজন এবং বাকিরা ঢাকার বাইরের।
আজ বুধবার দুপুর আড়াটায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
সেব্রিনা ফ্লোরা জানান, সর্বশেষ করোনাভাইরাসে শনাক্তের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী সাতজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী সাতজন এবং ষাটোর্ধ ১০ জন।
আরোও পড়তে পারেন : ১২ দিনে ইসির ১২২ কর্মকর্তা বদলি