অনলাইন ডেস্ক
রবিবার (২২ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ওপর শেখ হাসিনা সেতু, যশোরের অভয়নগরে ভৈরব নদীর ওপর একটি সেতু ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন তিনি। এ স্থাপনাগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ‘তার সরকার উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলসহ সারাদেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। এতে অর্থনীতির চাকা আরও সচল হবে। পদ্মা সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন যেন সহজ হয় সে লক্ষ্যে সরকার বিভিন্ন এলাকায় নতুন নতুন সেতু নির্মাণ করছে।’
‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে যোগাযোগব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এর দ্বারা সচল হয়েছে দেশের অর্থনীতির চাকা। সরকারের ধারাবাহিকতার কারণেই তা সম্ভব হয়েছে’ বলেও মনে করেন আওয়ামী লীগের সভাপতি।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা