অবশেষে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) আর্থিক সহায়তায় সিয়াটলের কাইজার পার্মানেন্টে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে গতকাল সোমবার এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এপি জানায়, এনআইএইচ ও মডের্না ইনকরপোরেশনের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করেছে। প্রাথমিকভাবে ৪৫ জন রোগীর ওপর এই ভ্যাকসিন পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে।
এরপর রোগীর শরীরের পরিবর্তন ও ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সিয়াটল এলাকা থেকে ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ৪৫ জন স্বেচ্ছাসেবক নির্বাচিত করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, ট্রায়ালে পাওয়া ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ কার্যকর একটি ভ্যাকসিন তৈরি করতে এক থেকে দেড় বছর সময় লাগবে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, বেশ কিছু দেশেই কয়েকটি রিসার্চ গ্রুপ করোনাভাইরাস বা কভিড-১৯ প্রতিরোধে কার্যকরী ভ্যাকসিনের ওপর কাজ করছে।
সম্প্রতি ইসরায়েল জানায়, এ বিষয়ে এরই মধ্যে তারা অনেক ধাপ এগিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, এরই মধ্যে পরীক্ষামূলক ওষুধে একাধিক করোনা রোগী সুস্থ হয়েছে। এপি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা